তৃণমূলের তৈরি করা বীরসা মুণ্ডার মূর্তি নিয়ে বিতর্ক

নিউজটাইম ওয়েবডেস্ক : বীরসা মুণ্ডার জন্মদিনে ফের বীরসা মুণ্ডার মূর্তি বিতর্ক বাঁকুড়ায়। প্রশাসনিক উদ্যোগে বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগানে তৈরী মূর্তিটি ‘বীরসা মুণ্ডার নয়’ বলে দাবি আদিবাসী সংগঠন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ সংগঠনের প্রতিনিধিদের। প্রসঙ্গত, গত ২০২০-র ৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাঁকুড়া সফরকালে ওই পুয়াবাগানেই একটি মূর্তিকে তাঁর মালা দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। বিজেপির তরফে ওই মূর্তিটি বীরসা মুণ্ডার দাবি করা হলেও শাসক তৃণমূল ও আদিবাসীদের একাংশের তরফে ওই মূর্তিটি ‘শিকারী’র বলে দাবি করা হয়। তখনই শাসক দল ওই পুয়াবাগানেই বীরসা মুণ্ডার মূর্তি তৈরীর কথা ঘোষণা করে।

অবশেষে প্রস্তাবিত ওই মূর্তি তৈরী করে আজ বীরসা মুণ্ডার  জন্মদিনে তা আনুষ্ঠানিক উন্মোচনের আগেই ফের ‘মূর্তি’ বিতর্ক। আদিবাসীদের একাংশের দাবি, ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই’য়ের অন্যতম প্রধান মুখ, আদিবাসী নেতা বীরসা মুণ্ডার মূর্তি এটা নয়। যা তৈরী করা হয়েছে তাতে বীরসা মুণ্ডার কোনও ছাপ নেই। বীরসার মূর্তিতে সবসময় হাতে ‘মশাল থাকে’। এ বিষয়ে তারা আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন।

 এ বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা রাইপুরের তৃণমূল কংগ্রেস  বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্ম্মু বলেন, এটা বিরোধীতা করার জন্য বিরোধীতা করা হচ্ছে। যে যাই বলুক আমরা ওই মূর্তির নিচে বীরসা মুণ্ডার নাম লিখে দিচ্ছি। আর ইউটিউবে ছবি দেখেই ওই মূর্তি তৈরী করা হয়েছে বলেও তিনি জানান।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube