
নিউজটাইম ওয়েবডেস্ক : হুগলী নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে দৈত্যাকার নড়ে ভোলা মাছ। গত বৃহস্পতিবারের পর আবারও আজ মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৫ ফুট দৈর্ঘ্যের ১০০টি নড়ে ভোলা মাছ। যা নিয়ে শোরগোল কুল্পির বেলপুকুরের রাঙাফলাতে। জানা গিয়েছে, রাঙাফলার জামাদার পাড়ার বাসিন্দা মাতিন জামাদার গতকাল ১৮ পিস দৈত্যকার ভোলা মাছ পেয়েছিল জালে। একদিন না কাটতে কাটতে আবারো জালে পড়লে দৈত্যাকার মাছ।
মাছ পেয়ে খুশির হাওয়া বেলপুকুর এলাকায়। মৎস্যজীবী মতিন জামাদার জানান, মাছ গুলি ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার মৎস্য আড়তে অকশন করা হবে। তবে হুগলি নদীতে মৎস্যজীবীদের জালের দৈত্যাকার ধরা পড়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে এলাকায়। মৎস্যজীবীরা জানিয়েছেন, গভীর সমুদ্র থেকে বড় মাছের ঝাঁক ঢুকে পড়েছে নদীতে। এরই জেরে জালে ধরা পড়ছে দৈত্যকার নড়ে ভোলা মাছ।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023