
নিউজটাইম ওয়েবডেস্ক : ব্যারাকপুর মহকুমার বিভিন্ন পৌরসভার মতো ভাটপাড়া পৌরসভাতেও ডেঙ্গি থাবা বসিয়েছে। আক্রান্ত হয়েছেন পৌরসভা এলাকার বহু মানুষ, কি কারনে ডেঙ্গি এতটা ভয়াবহ অবস্থায় পৌঁছালো এবং কিভাবে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয় নিয়ে ভাটপাড়া পৌরসভায় আয়োজিত হলো বৈঠক।
বৈঠকের উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর নগরপাল অলক রযোরিয়া, পৌরসভার পৌর প্রধান রেবা রাহা , সহ ভাটপাড়া পৌরসভার পৌর পারিষদ সদস্য, পৌর পিতা ও পৌর মাতারা। সকলেই জানান ডেঙ্গি যাতে ভয়াবহ রূপ না নিতে পারে তার জন্যই এই ধরনের বৈঠক, যদিও ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023