
নিউজটাইম ওয়েবডেস্ক : তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ফের উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তিতকুমার গ্রামে। পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখল’কে কেন্দ্র করেই তৃণমূলের দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। ঘটনায় উত্তেজনা ছড়ায় বাসন্তীর তিতকুমার বটতলা এলাকায়। তৃণমূলের দলীয় কার্যালয়ও ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রের খবর, এলাকার বিধায়কের প্রতিনিধি জাহির খানের অনুগামীদের সাথে স্থানীয় তৃনমূল নেতা দিলীপ হালদারের অনুগামীদের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে অশান্তি হয়। দুই পক্ষের মধ্যেই বোমাবাজির লড়াই চলে। বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে এসডিপিও ক্যানিং, দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে এই ঘটনায় আইএসএফ, বিজেপি ও আরএসপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। যদিও এলাকার মানুষের অভিযোগ বিধায়ক প্রতিনিধি জাহির খানের অনুগামীদের সাথেই বাসন্তীর তৃণমূল নেতা রাজ গাজির অনুগামী দিলিপ হালদারদের সাথে বিবাদের জেরেই এই অশান্তি বাঁধে। ইতিমধ্যে এই ঘটনায় স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা লক্ষী সরকারের স্বামী গণেশ সরকার সহ মোট পাঁচ অভিযুক্তকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023