
নিউজটাইম ওয়েবডেস্ক : মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে আছে হাসপাতাল। কিন্তু হাসপাতাল থাকলেও নেই পরিষেবা । নামেই হাসপাতাল, এদিকে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। মুর্শিদাবাদের ফরাক্কা বাঁধ প্রকল্পের হাসপাতাল থাকলেও নেই চিকিৎসার ব্যবস্থা। অকেজো হয়ে পরে রয়েছে চিকিৎসার পরিকাঠামো। হাসপাতালে রয়েছে মাত্র একজন চিকিৎসক,আউটডোরে পরিষেবার জন্য।
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, ফরাক্কা বাঁধ প্রকল্পের কর্মী ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে কেন্দ্র সরকার ফরাক্কা বাঁধ প্রকল্পের মধ্যে এই হাসপাতাল তৈরি করে। প্রথমে দিকে চিকিৎসা পরিষেবা ভালো থাকলেও, যত সময় যায়, বদলে যায় পরিস্থিতি।প্রায় ১০ বছর আগে বন্ধ হয়ে যায় হাসপাতালের ইন্ডোর পরিষেবা।এরপরেই হাসপাতাল পরিস্থিতির অবনতি ঘটতে থাকে।স্থানীয়দের দাবি, হাসপাতালের চিকিৎসা পরিষেবা পুনরায় চালু হোক।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023