
নিউজটাইম ওয়েবডেস্ক : হুগলির বলাগড় ও মগড়ার মধ্যে সংযোগকারী ঝুলন্ত সেতুর একদিকে রয়েছে খামারগাছি এবং অন্যদিকে রয়েছে ডুমুরদহ গ্রামl কুন্তী নদীর ওপর তৈরি প্রাচীন এই ঝুলন্ত সেতু দুই প্রান্তের কয়েকটা গ্রামের যাতায়াতের অন্যতম রাস্তা হলেও সেই সেতুর অবস্থা বর্তমানে বেহালl ব্যবসায়ী, স্কুলের ছাত্র ছাত্রী কিংবা পথচারীদের নিরাপত্তার কথা ভেবে কয়েক মাস আগেই গ্রামবাসীরা প্রশাসনের নজরে আনলেও কোনও ব্যবস্থা হয়নি বলে অভিযোগl যদিও গুজরাটের মোরবি ব্রিজ ভেঙে যাওয়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন, তাই গত কয়েকদিন নিয়ন্ত্রণ করা হয়েছে ব্রিজের যাতায়াত ব্যবস্থা l
বন্ধ করা হয়েছে অটো কিংবা মোটরসাইকেলের যাতায়াত ফলে সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারাl তাদের অভিযোগ সেতুটির বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারেl কারোর দাবি হঠাৎ ব্রিজটিতে যানবাহন বন্ধ হওয়ায় ঘুর পথে যেতে গিয়ে তৈরি হচ্ছে সমস্যা আমরা চাই অবিলম্বে ব্রিজটি দ্রুত সংস্কার হোকl হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন কয়েক বছর আগেই সংস্কার করা হয়েছিল ব্রিজটি, নতুন ভাবে ফের সংস্কারের কাজ শুরু হবে তাড়াতাড়িl স্বাভাবিকভাবেই ব্রিজটি ফের কবে সংস্কার হয় তার দিকেই তাকিয়ে এখন স্থানীয়রাlLatest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023