
নিউজটাইম ওয়েবডেস্ক : মা বাবা কর্মরত, পরিবার যৌথ নয়, বাচ্চাকে দেখভাল করার কেউ নেই এমন সময় ভরসা আয়ার উপরে।বিভিন্ন সেন্টারের আয়াদের কাছেই মানুষ হয়েছে এবং হচ্ছে এরকম বহু ঘরের বাচ্চারা। মা বাবারা ভাবেন, তাঁদের বাচ্চারা আয়ার হাতে সুরক্ষিত। কিন্তু সবার ক্ষেত্রে সেই বিশ্বাস টেকে না। নির্মমতার ঘটনা ঘটে বহু জায়গাতে। আবারও উঠে এল তেমনই এক ঘটনার কথা।
হরিদেবপুর থানা এলাকায়্, আয়ার দায়িত্বে বাচ্চা রেখে কাজে গিয়েছিলেন মা-বাবা। অভিভাবকদের নেপথ্যেই বাচ্চার সাথে নিষ্ঠুরতা করলেন আয়া। অভিযোগ, আন্না গোমস নামে এক আয়ার বিরুদ্ধে। ওই বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, মা-বাবা বেরিয়ে যাওয়ার পর বাচ্চাকে মারধর করছে ওই আয়া।১৫ তারিখ বাচ্চাটির বাড়ির লোকজন ওই আয়ার বিরুদ্ধে হরিদেবপুর থানায় মামলা দায়ের করে। আজ আলিপুর আদালতে ওই আয়াকে পেশ করা হবে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023