
নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটল জলপাইগুড়িতে। পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পূর্ব অরবিন্দ নগর এলাকায় এক বাড়ির পাতকুয়ো থেকে উদ্ধার হল সদ্যজাত শিশুর দেহ।এলাকার বাসিন্দা তাপসী সাহার বাড়ির কুয়ো থেকে একটি ব্যাগ উদ্ধার হয়, এদিন সকালে। ব্যাগের চেইন খুলতেই চমকে ওঠেন সকলে।
এদিন সকালে পাতকুয়ো থেকে জল তুলতে গিয়ে তাপসীর পরিবারের সদস্য ওই ব্যাগটি পান। সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয় তাঁরা। পুলিশ ঘটনাস্থলে আসে। তাপসী সাহার দাবি, ওই শিশুর মৃতদেহ বেশ কিছুদিন আগের হতে পারে। ওই সদ্যজাত কে, তার মৃত্যুর পিছনে কারা দায়ী, এই সব উত্তর খুঁজতে তদন্ত করছে পুলিশ।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023