
নিউজটাইম ওয়েবডেস্ক : অটোর সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে মহিলা সমেত মৃত ২ ও জখম ৬ জন। কুশমণ্ডি থানার মহিলাপাল এলাকার চৌরঙ্গী মোড়ের ঘটনা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মৃত দুইজনের নাম মঞ্জুয়ারা বেগম ও গুলজার রহমান। দুইজনেরই বাড়ি কুশমণ্ডি এলাকায়। আহতদের মধ্যে ৪ জন মহিলা আছে।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই দুইজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতরা প্রত্যেকেই অটোর যাত্রী বলে জানা গিয়েছে। ঘটনায় উত্তেজিত মানুষজন মহিপাল-বুনিয়াদপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুশমণ্ডি থানার পুলিশ ও কুশমণ্ডির বিডিও। পুলিশি হস্তক্ষেপে সেই অবরোধ ওঠে। জানা গিয়েছে,কুশমণ্ডির মহিপাল থেকে যাত্রী বোঝাই একটি অটো বুনিয়াদপুর শহরের দিকে আসছিল। সেই সময় চৌরঙ্গী মোড়ের নিকট উলটো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সজোরে অটোটিতে ধাক্কা মারে। যার ফলে অটোর চালক সহ ৮ জন জখম হন৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অটোর জখম যাত্রীদের গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023