
নিউজটাইম ওয়েবডেস্ক : পুলিশের কামড় খেয়ে লকআপ থেকে বাড়ি ফিরলেন টেট আন্দোলনকারী অরুণিমা পাল। বাড়ি ফিরে মা ও মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর তিনি জানালেন আন্দোলন চালিয়ে যাবেন তাদের ন্যায্য দাবি যতক্ষণ না পাচ্ছেন। একইভাবে তার পাশে দাঁড়িয়েছেন স্বামীর সাধন পাল থেকে মা অলকা পাল। এখনো স্পষ্ট তার হাতে পুলিশের কামড়ের দাগ।
প্রসঙ্গত, গত বুধবার চাকরির দাবিতে ক্যামাক স্ট্রীটে বিক্ষোভ প্রদর্শন করছিলেন চাকরিপ্রার্থীরা।অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে স্মারকলিপি জমা দেবেন, এমনই অভিপ্রায় ছিল তাঁদের। এমন সময় পুলিশ তাঁদের বাধা দিতে আসে। এবং কলকাতার বুকে ঘটে যায় এক নজিরবিহীন ঘটনা। এক মহিলা পুলিশকর্মী অরুণিমার হাতে কামড় বসান।ওই রাতেই অরুণিমার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়, এবং গ্রেফতার করা হয়।যদিও আদালত জামিনে মুক্তি দেয় অরুণিমাকে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023