
নিউজটাইম ওয়েবডেস্ক : একটা দৌড়, স্মৃতি ফেরাল সোনালী অতীতের। জুলিয়ান আলভারেজ। মেসির বিদায়ী মঞ্চে আর্জেন্টিনার নতুন নক্ষত্র ২২ বছরের তরুণ তুর্কি। কাতারের কাপযুদ্ধে এখনই তার নামের পাশে ৪ গোল। মেসির মতো মহাতারকার পাশে সমান উজ্জ্বল আলভারেজ। ৩৮ মিনিটে তার গোল অনেক দিন মনে রাখবে ফুটবল বিশ্ব। ৫০ গজের দৌড়ে টপকালেন তিন ডিফেন্ডারকে, তারপর ক্রোট গোলরক্ষকের নাগাল এরিয়ে বল জালে জড়ালেন।
তার এই গোলেই যেন ফিরে এল ৮৬-র মারাদোনার স্মৃতি। বিশ্বকাপের শুরু থেকেই নীল সাদার আক্রমণ-ভাগকে ভরসা দিচ্ছেন। স্কালোনির দলকাপ জিততে পারবে কিনা তার উত্তর পেতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে, তবে মেসির উত্তরসূরি কিন্তু পেয়ে গেল আর্জেন্টিনা। চার বছর পর মেসিহীন আর্জেন্টিনার আকর্ষণ হতে চলেছেন নীল সাদার ৯ নম্বর জার্সিধারী। আগামী বলছে দেখতে আসবো আলভারেজকে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023