শেষ ষোলোয় আর্জেন্টিনা

খেললো আর্জেন্টিনা । জিতলোও আর্জেন্টিনা । এক কথায় এক পেশে ম্যাচে পোল্যান্ডেকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলেন লিওনেল স্কালোনির ছেলেরা। ৯০ মিনিট খেলা হল পোল্যান্ডের অর্ধেক । বল পজিশন, শট অন টার্গেট, পাসিং সবেতেই এদিন আলোকবর্ষ এগিয়ে আর্জেন্টিনা । প্রথমার্ধে যে কটা সুযোগ ছিল তার মধ্যে সহজতম সুযোগটি মিস করলেন মেসি।

বিতর্কিত পেনাল্টি সেভ করে ভয়চেক সেজনি থামিয়ে দিয়েছিলেন মেসিকে। কিন্তু বিরতির পর নীল-সাদা ঝড়ে সবটাই লণ্ডভণ্ড । দ্বিতীয়ার্ধের খেলা এক মিনিট গড়াতেই গোল করলেন ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয় গোলটি আলভারেজের। এর পর পোল্যান্ডকে আর মাথা তোলার সুযোগই দেননি মেসিরা। ৬ পয়েন্ট নিয়ে নক আউটে আর্জেন্তিনা। ম্যাচ হেরেও গোল ব্যাবধানে এগিয়ে পোল্যান্ডও উঠল শেষ ষোলোতে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube