
নিউজটাইম ওয়েবডেস্ক : স্বপ্নপূরনের শেষ ধাপে মেসিরা। বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় আর্জেন্টিনা। তৃতীয়বার বিশ্বকাপ জয় থেকে এক ধাপ দূরে নীল সাদার দেশ। ক্রোয়েশিয়াকে চূর্ণ করে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে শেষচারে উঠলেও মেসিদের কোনও বেগই দিতে পারল না গতবারের রানার্সরা। মেসি ম্যাজিকে ভর করে ৩-০ ফলে ম্যাচ জিতে ফাইনালে পৌছে গেল স্কালোনির দল। শুরুর কিছুক্ষণ বাদ দিলে গোটা ম্যাচেই আধিপত্য নিয়ে খেলতে শুরু করে নীল সাদা জার্সিধারীরা। রক্ষণের খোলস ছেড়ে আক্রমণাত্বক হতে গিয়েই ডুবতে হল দালিচের দলকে।
৩৩ মিনিটে আলভারেজের সৌজন্যে পেনাল্টি পেলে গোল করতে ভুল করেননি এলএমটেন। ৫ মিনিটের বিস্ময় গোল আলভারেজের। ৫০ গজের দৌড় সঙ্গে তিন ক্রোট ডিফেন্ডারকে টপকে দর্শনীয় গোল করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া আক্রমণ শানাল, কিন্তু ম্যাজিসিয়ান ছিলেন নিজের ছন্দে। ৬৮ মিনিটে আবারও মেসি ক্লাসিক। তার পায়ের যাদু আরও একবার মুগ্ধতা হুড়াল সবুজ গালিচায়। মেসির সাজিয়ে দেওয়া পাস থেকে ৩-০ করে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন সেই আলভারেজ। সঙ্গে বোনাস চার বছর আগের ক্রোটদের কাছে হারের মধুর প্রতিশোধ। মেসিদের স্বপ্ন আর বাস্তবের মাঝে শুধু একটা মাত্র ম্যাচ। স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023