
নিউজটাইম ওয়েবডেস্ক : মেগা ডুয়েল। মঙ্গলবার মুখোমুখি হচ্ছেন লিও মেসি ও লুকা মদ্রিচ। একদিকে ক্রমশ নিজের ছন্দ খুঁজে পাচ্ছেন মেসি, অন্যদিকে ফর্মের চূড়ায় পৌঁছে গিয়েছেন মদ্রিচ। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার যুদ্ধে বহুবার মুখোমুখি হয়েছেন দুই তারকা। তবে এবার আলাদা মঞ্চ। আলাদা দল। তবু দুই তারকাই চাইবেন একে অপরকে ছাপিয়ে যেতে। এই লড়াইটার ওপরই অনেকটা নির্ভর করছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের ভাগ্য। ডুয়েল আর একটা আছে। I
দুই কোচের ডুয়েল। লিওনেল স্কালোনি বনাম জাটকো দালিচ। দালিচ এই টুর্নামেন্টে নিজেকে দারুনভাবে তুলে ধরেছেন। দুরন্ত স্ট্র্যাটেজিতে একের পর এক প্রতিপক্ষকে মাত করছেন। অন্যদিকে স্কালোনি বিশ্ববিখ্যাত কোচ। তবে তাঁকে এবার নতুন কিছু টোটকা বার করতে হবে। একদিকে ক্রোয়েশিয়ার জমাট রক্ষণ ভাঙার জন্য ও মদ্রিচকে অকেজো করতে কী কৌশল নেন স্কালোনি, কৌতূহল যেমন রয়েছে, তেমনি মেসিকে থামাতে দালিচ কোন অস্ত্রে শান দিচ্ছেন, দেখার সেটাও। দুই কোচের এই ট্যাকটিক্যাল যুদ্ধ দেখার জন্য উন্মুখ গোটা বিশ্ব।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023