
নিউজটাইম ওয়েবডেস্ক : মেসি ম্যাজিকে শেষ ষোলোর বাধা টপকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কাপ জয়ের লড়াইয়ে শেষ আটে নীল সাদা বাহিনী। পোল্যান্ড ম্যাচ যেখানে শেষ করেছিল, অজিদের বিরুদ্ধে সেখান থেকেই যেন খেলাটা শুরু করল স্কালোনির দল। পাসিং ফুটবলের মন্ত্রেই খেলার নিয়ন্ত্রক হয়ে উঠার চেষ্টা করলেন আকুনা, ডি পলরা। দি মারিয়া না থাকায় উইং কিছুটা কম জোরি ছিল, তবে মেসি ‘তো ছিলেন। ৩৫ মিনিটে ছন্দবন্ধ আক্রমণ থেকে প্রথম গোল করলেন এলএমটেন। নয়নাভিরাম গোলে আরও একবার সবুজ গালিচায় মুগ্ধতা ছড়ালেন আর্জেন্টাইন রাজপুত্র।
৫৬ মিনিটে অস্ট্রেলিও গোলরক্ষকের সৌজন্যে ব্যবধান বাড়ালেন আলভারেজ। কিন্তু নাটক তখনও বাকি ছিল। আকুনা উঠে যেতেই আক্রমনের তেজ বাড়ল অজিদের। ৭৬ মিনিটে গডউইন গোল করতেই চাপ বাড়ল আর্জেন্টিনা রক্ষনে। তার উপর লাউতারো মার্টিনেজ সহজ সুযোগ নষ্ট করে নীল সাদা শিবিরের উৎকণ্ঠ বাড়ালেন। কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষক মার্টিনেজের বিসক্ত হাতেই জয় সুরক্ষিত থাকল। কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কমলা বনাম নীল সাদার ফুটবল শিল্প দেখার প্রতীক্ষা শুরু।Latest posts by news_time (see all)
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023