আজ সিবিআই আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে

নিউজটাইম ওয়েবডেস্ক : গরু পাচার মামলায় আজ ফের আসানসোল এর বিশেষ সিবিআই আদালতে তোলা হবে  তৃণমূল কংগ্রেস এর বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কে। গত ২৯ এ অক্টোবর তাকে আদালতে তোলা হলে দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী জামিনের আবেদন খারিজ করে ফের অনুব্রতকে জেল হেফাজতে পাঠান। গতবার বিচারক সিবিআই এর আইনজীবীকে তদন্ত শেষ হওয়ার দিন জানতে চেয়েছিলেন, সেখানে সিবিআই-এর তরফে জানানো হয়েছিল আরো দু মাস সময় লাগবে। এরই মাঝে অনুব্রত’র লটারিতে টাকা পাওয়া নিয়ে তদন্ত করছে সিবিআই।

পাশাপাশি গত কয়েকদিনে শান্তিনিকেতনের অস্থায়ী ক্যাম্পে অনুব্রত ঘনিষ্ট বেশ কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকেরা। আসানসোল সংশোধনাগারে এসেও অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেছেন তারা। বিভিন্ন জনকে নতুন করে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য উঠে এলো তা সম্ভবত আজ আদালতে জানাবেন সিবিআই আইনজীবী। অন্যদিকে আজও তার জামিনের পক্ষে জোরালো সওয়াল করবেন অনুব্রত আইনজীবীরা।

দুই পক্ষের সবাই জবাব শুনে বিচারক রায়দানের উপর নজর থাকবে সবার ।পাশাপাশি আজই অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী পুলিশ কনস্টেবল সাইগল হোসেনের ভার্চুয়াল শুনানি হওয়ার কথা একই আদালতে। সাইগল ইডি হেফাজতে থাকার পর বর্তমানে দিল্লির তিহার জেলে রয়েছেন সেখান থেকেই ভার্চুয়ালি হাজির থাকবেন আজ।

সিবিআই ইতিমধ্যেই সাইগল হোসেন ও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চাটশিট জমা দিয়েছে গরু পাচার মামলায়।এখন সিবিআই এর পাশাপাশি ইডিও এই মামলায় যথেষ্ট তৎপর হয়েছে। অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিট, টুলু মন্ডল , রাজীব ভট্টাচার্যকে ডেকে পাঠিয়ে দিল্লিতে একাধিক বার জিজ্ঞাসাবাদ করছে তারা। এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহলের ধারণা এবার অনুব্রত মণ্ডল কে নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন আদালতে জানাবে ইডি। সেক্ষেত্রে তাকেও সাইগল হোসেন এর মত দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন জানানোর সম্ভাবনা প্রবল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube