নিউজটাইম ওয়েবডেস্ক :
আলিয়া
বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে র্যাগিং
এর অভিযোগ
উঠল। তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল
ইঞ্জিনিয়ারিং ছাত্রকে ঘরে ঢুকে মারধর। অভিযোগের
আঙুল তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের
বিরুদ্ধে। জানা
গিয়েছে, ১৩ তারিখ রাতে ওই ছাত্রকে ফোন করে, সে কোথায় আছে
জানতে চাওয়া হয়। এরপর সাড়ে এগারোটার পর
২৫ থেকে ৩০ জন
ছাত্র হঠাতই ওই ইঞ্জিনিয়ারিং
ছাত্রের রুমে প্রবেশ করে। ঘরে
প্রবেশ করেই লাইট নিভিয়ে
অকথ্য ভাষায় গালিগালাজ ও
পরে লাঠি দিয়ে মারধর
করে, তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং
ছাত্রকে।
অভিযোগ, প্রায় আধা ঘন্টা পর্যন্ত
ঘরের মধ্যে মারধর চালায়
তৃণমূল ছাত্র পরিষদের
গুন্ডাবাহিনী।
১৪ তারিখ বিশ্ববিদ্যালয় ও
ইউজিসি’র অ্যান্টি র্যাগিং বিভাগে অভিযোগ দায়ের করে ওই তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং
ছাত্র। কিন্তু
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ
না করায়, ১৫
তারিখ টেকনো সিটি থানায়
তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র, রকিম শেখ, হাবিব সারুয়ার, আব্দুর রহমান ও এরএস তফিকের
বিরুদ্ধে অভিযোগ দায়ের
করে সে।
তৃণমূল ছাত্র পরিষদের তরফে, ১৩ তারিখ রাতে ওই ছাত্রের ঘরে ঢোকার কথা স্বীকার করলেও,
ছাত্রকে মারধরের কথা অস্বীকার করা হয়। এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েছে ওই ছাত্র,
এসএসসি জেই পরীক্ষা থাকলেও,
সেই পরীক্ষা দিতে পারেনি তৃতীয়
বর্ষের ওই ছাত্র। ক্যাম্পাসের
ওই ছাত্রসহ অন্যান্য সাধারণ ছাত্র ছাত্রীরাও
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে।