
নিউজটাইম ওয়েবডেস্ক : অপেক্ষার প্রহর গোনা শুরু। আর কিছুক্ষণের মধ্যেই ভট্ট-কাপুর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য, আজ সকালেই মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশনে পৌঁছেছেন ররণবীর-আলিয়া। হাসপাতল সূত্রে খবর, রবিবারই সন্তান প্রসব করতে পারে আলিয়া।
সন্তান আসার খবর দেওয়ার শুরু থেকেই আলিয়া ও রণবীরের সন্তানকে ঘিরে দর্শকদের উত্তেজনা কেবল বেড়েছে। দম্পতিকে দর্শকেরা উজাড় করে দিয়েছেন ভালবাসা। সেই ভালোবাসাতেই আজ আগমন ঘটতে পারে কাপুর পরিবারের নতুন সদস্যের।স্বাভাবিক পদ্ধতিতেই সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া, এমনটাই খবর।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023