
নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের অন্যতম আকর্ষণ আলিয়া ভাট। মা হয়েছেন সদ্য। এরপর থেকেই আলিয়াকে দেখতে ভিড় জমিয়েছে পাপারাৎজিরা। কয়েক দিন আগে দিদি শাহিন ভাটের জন্মদিনে গিয়েছিলেন আলিয়া। কালো জামায় গাড়িতে বসে থাকা আলিয়ার ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এবার আবারও ক্যামেরার সামনে ধরা দিলেন আলিয়া।
মেয়ের জন্ম দেওয়ার পরই বিশ্রাম কাটিয়ে জীবনের প্রচলিত ছন্দে ফিরতে চান আলিয়া। যোগার প্রতি আলিয়ার ঝোঁক যে অনেক পুরনো তা তাঁর ভক্তরা জানেন। তাই সুযোগ পেয়েই নিজের যোগা রুটিনে ফিরে গেলেন আলিয়া। এদিন যোগা করে বেরিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন আলিয়া। পরনে সেই কালো যোগা প্যান্ট, কালো টপ এবং কালো জ্যাকেট।‘রাহা’র জন্য নিশ্চয়ই রাত জাগতে হচ্ছে আলিয়াকে। চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ।তবুও পাপারাৎজিদের সামনে চিরাচরিত হাসি মুখেই দেখা গেল তাঁকে।Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023