নিউজটাইম ওয়েবডেস্ক :
আল কায়দা জঙ্গি সন্দেহে
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর
থেকে গ্রেপ্তার মইনুদ্দিন খান নামে এক
ব্যক্তি। মথুরাপুরের
লালপুরের বাসিন্দা তিনি। কলকাতা
পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্স গ্রেপ্তার করে
মইনুদ্দিন কে। কিছুদিন
আগে ফয়জাল নামে এক
ব্যক্তিকে গ্রেফতার করেছিল এস টি
এফ। তাকে
জিজ্ঞাসাবাদ করে একটি পেনড্রাইভ
উদ্ধার হয়েছিল।
সেই পেন ড্রাইভের
সূত্র থেকেই মইনুদ্দিনের খোঁজ
পায় এস টি এফ। মইনুদ্দিন
সরাসরি আল-কায়েদার একটি
শাখা সংগঠনের সাথে যুক্ত ছিল। মূলত
এলাকায় জঙ্গি কার্যকলাপে নিয়োগ
সংক্রান্ত কাজে মনিরুলের যোগ
ছিল বলে জানতে পারা
যাচ্ছে। এছাড়াও
ভুয়ো পাসপোর্ট থেকে অন্যান্য পরিচয়পত্র
বানানোর কাজে মনিরুল কাজ
করতে বলে জানা যাচ্ছে।