
নিউজটাইম ওয়েবডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বর্ণবৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠলো বাঁকুড়ার জঙ্গলমহল। ঐ বক্তব্যের প্রতিবাদে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন ভারত জাকাত মাঝহি পারগানা মহলের পক্ষ থেকে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর রাইপুর ট্রাফিক মোড়ে পথ অবরোধ করে। সকাল আটটা থেকে এই পথ অবরোধে আটকে পড়েছে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন। অবরোধকারীদের তরফে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও মন্ত্রীসভা থেকে বরখাস্তের দাবি জানানো হয়েছে।
অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে আদিবাসী সংগঠন ভারতজাকাত মাঝি পরগনা ডাকে কয়েকশো আদিবাসী মানুষ ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে অখিল গিরিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অফিস টাইমে প্রায় ঘন্টাখানেক ধরে চলা এই বিক্ষোভের জেরে সেখানে যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশের প্রচেষ্টায় পরে অবরোধ তুলে নেন আদিবাসীরাLatest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023