
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর মন্তব্যের জের, গ্রেফতার হতে পারেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। মঙ্গলবার এমনই মন্তব্য করলেন জাতীয় তফসিলি কমিশনের ভাইস-চেয়ারম্যান অরুণ হালদার। তিনি জানান, অখিলের বিরুদ্ধে একশো টির বেশি অভিযোগ জমা পড়েছে, জাতীয় তপসিলি কমিশনে। যার প্রেক্ষিতে মন্ত্রীকে নোটিস পাঠাবে কমিশন। অখিলের পক্ষে সদুত্তর না এলে তৃণমূল বিধায়ক গ্রেফতারও হতে পারেন।
মঙ্গলবার আসানসোল রেল ডিভিশনের সদর দফতরে একটি কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান। কর্মসূচিতে যোগ দিয়ে দিল্লি উড়ে যাওয়ার আগে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে তিনি বলেন, অখিল গিরির বিরুদ্ধে কমিশনে শ’য়ের উপরে অভিযোগ জমা পড়েছে। তিনি সেগুলি আগামীকাল খতিয়ে দেখবেন। তিনি আরও বলেন, ‘প্রথমে নোটিস পাঠাবেন। নোটিসের ঠিকঠাক জবাব না পেলে সমন। সমনের পরেও যদি না আসেন তবে ওয়ারেন্ট পাঠানো হবে। ওয়ারেন্টে গ্রেফতার করে আনা হবে।’এর পাশাপাশি দ্রুত অখিল গিরিকে রাজ্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022