
নিউজটাইম ওয়েবডেস্ক : চাকরিপ্রার্থীকে কামড়ে দিয়েছেন পুলিশ, এই নিয়ে উত্তাল রাজ্য। প্রসঙ্গত, গত বুধবার চাকরির দাবিতে ক্যামাক স্ট্রীটে বিক্ষোভ দেখাচ্ছিলেন টেট চাকরিপ্রার্থীরা।তাঁদের আটকালে পুলিশের সাথে ধ্বস্তাধস্তি হয়।ওই দিনই এক চাকরিপ্রার্থী অরুণিমা ঘোষ অভিযোগ তোলেন, এক মহিলা কর্মী তাঁর হাতে কামড় বসিয়েছে। অন্যদিকে পুলিশের পাল্টা অভিযোগ, চাকরিপ্রার্থী পুলিশকে কামড়েছেন।বঙ্গে যখন এই তরজা চলছে, তখন এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য উঠে এলো।
‘পুলিশ কে কামড়ে দিলে পুলিশ কামড়ে দেবে না তো কি পুলিশ রসগোল্লা ছুড়বে?’ মেদিনীপুরের বিদ্যাসাগর হলে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনে অনুষ্ঠানে কলকাতায় চাকুরীপ্রার্থীকে পুলিশের কামড় ইস্যুতে গতকাল রাতে এমনই মন্তব্য করেন পিংলার বিধায়ক তথা তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর অজিত মাইতি।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023