
নিউজটাইম ওয়েবডেস্ক : কেমন আছেন ঐন্দ্রিলা, এই খবর জানতে মুখিয়ে আছেন নেটিজেনরা। দু’বার ক্যনসার’কে পরাজয় করে, ভাগ্যের ঘোরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী।কোমায় চলে যান তিনি। অদম্য ঐন্দ্রিলা সবরকম প্রতিকূলতা পেরিয়ে আবারও নিজের পায়ে উঠে দাঁড়াক, এই প্রার্থনাই করে গিয়েছেন ঐন্দ্রিলার ভক্ত-সহকর্মীরা। এমনকি যাদের সাথে অভিনেত্রীর কোনও ব্যক্তিগত যোগসূত্র নেই, তাঁরাও ঐন্দ্রিলার সুস্থতা কামনা করেছেন। সেই প্রার্থনাই আবারও বোধহয় ঐন্দ্রিলার রক্ষাকবচ হয়েছে।
সোমবার অনেকটাই ভালোর পথে ঐন্দ্রিলা, এমন খবরই পাওয়া গিয়েছে।তিনি নাকি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন।শরীরে সংক্রমণের মাত্রা কমছে তাঁর। এমনকি তাঁকে ভেন্টিলেশন থেকে সরানো হতে পারে বলে খবর।হাওড়ার বেসরকারি হাসপাতালে ঐন্দ্রিলার ছায়াসঙ্গী হয়ে রয়েছেন প্রেমিক সব্যসাচী। ঐন্দ্রিলা’কে নিজের হাতে বাড়ি নিয়ে যাবেন, সামাজিক মাধ্যমে এমন অঙ্গীকারের কথা জানিয়েছিলেন তিনি।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023