
নিউজটাইম ওয়েবডেস্ক : আচ্ছন্ন অবস্থায়, হাসপাতালের বেডে লড়ছেন ঐন্দ্রিলা। লড়ছেন চিকিৎসকেরা ও পরিবার পরিজন। দুই সপ্তাহ পেরিয়ে ঐন্দ্রিলা এখনও অতি সঙ্কটজনক অবস্থায়। ভেন্টিলেশনে রাখা হয়েছে। চলছে ওষুধ-পথ্য। একমাত্র মিরাকেলই ঐন্দ্রিলাকে ফেরাতে পারে, এমন আশাই করছেন চিকিৎসকেরা।
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা। মাঝে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে, আশা জেগেছিল সবার মনে। কিন্তু গত বুধবার ঐন্দ্রিলা হৃদরোগে আক্রান্ত হওয়ায়, আবারও পরিস্থিতি সঙ্কটজনক হয়। ঐন্দ্রিলার প্রেমিক তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী কিছুদিন আগে ফেসবুকে নেটিজেনদের ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করতে বলেন। কিনু এখনও ঐন্দ্রিলাকে নিয়ে কোনও খুশির খবর শোনাচ্ছে না হাসপাতালের তরফে।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023