
নিউজটাইম ওয়েবডেস্ক : এবার আরও সঙ্কটজনক হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পরিস্থিতি। হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। হাসপাতালের বেডে চলছে লড়াই। জিতে ফিরুক ঐন্দ্রিলা, প্রার্থনা সকলের। এর আগে দু বার ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। হাসিমুখে জিতেছেন সেই লড়াই। কিন্তু জীবন যেন তাঁর পরীক্ষা নিয়েই চলেছে অবিরত।
দিন কয়েক আগে ব্রেইন স্ট্রোক হয় অভিনেত্রী। ভর্তি করা হয় হাওড়ার এক বেসরকারী হাসপাতালে। কোমায় আচ্ছন্ন ছিলেন ঐন্দ্রিলা।গতকাল খবর পাওয়া গিয়েছিল কমেনি তাঁর শরীরের সংক্রমণ, জ্বর এসেছিল অভিনেত্রীর। ওষুধ বদলে, ঐন্দ্রিলা’কে পর্যবেক্ষণের কথা জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু এবার হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী। ঐন্দ্রিলা শর্মার প্রেমিক-বন্ধু সব্যসাচী জানিয়েছিলেন, হাসপাতালের বেডে শুয়ে লড়ে যাচ্ছে ঐন্দ্রিলা।তাঁর সঙ্গে মিরাকেল ঘটুক, এমন প্রার্থনাই করতে বলেছিলেন সকলে। ঐন্দ্রিলার জন্য প্রার্থনা শুরু করেছে টলি পাড়া থেকে নেটিজেনরা।কেউ ফেসবুকে প্রকাশ্যে সে কথা জানিয়েছেন আবার কেউ নেপথ্যে থেকেই ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করছেন। সব মিথ্যে হোক, শুধু সত্যি হোক ঐন্দ্রিলার জীবন। প্রার্থনা ফিরিয়ে আনুক ঐন্দ্রিলাকে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023