
নিউজটাইম ওয়েবডেস্ক : চিকিৎসায় গাফিলতির অভিযোগে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভাংচুর। মোহাম্মদ ইরফান নামে চুঁচুড়ার এক বাসিন্দাকে আনা হয়েছিল গুরুতর যখম অবস্থায়।চিকিৎসকেরা তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করে।এবং ময়নাতদন্ত করতে হবে বলে জানান। কিন্তু পরিবারের লোকজন ময়নাতদন্তের জন্য আপত্তি জানায়। এরপর ময়নাতদন্ত হবে কি হবে না , তা নিয়ে চাপানোতোর শুরু হয়। এবং সেই নিয়েই বচসা বাধলে চারজন অর্থোপেডিক ডাক্তার’কে মারধর করে রোগীর পরিবারের লোকজন। পাশাপাশি ট্রমা সেন্টারের চেয়ার টেবিল থেকে শুরু করে এক্সরে মেশিন ভাঙচুর করা হয়।
জানা গিয়েছে, ব্যান্ডেল থেকে মেটিয়াবুরুজে আসার সময় দুর্ঘটনা হয়েছিল ওই ব্যক্তির। তারপর এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই যুবক’কে পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এসএসকেএম হাসপাতালেই মৃত্যু হয় তার।পরিবারের লোকের বক্তব্য হাসপাতালের গাফিলতি ছিল। এসএসকেএম হাসপাতালে ডাক্তারদের একাংশ এখন ওই রোগীর পরিবারের লোকজনদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে।ভবানীপুর থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে।Latest posts by news_time (see all)
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023