উত্তাল কলকাতা মেডিক্যাল, বিঘ্নিত রোগী পরিষেবা

নিউজটাইম ওয়েবডেস্ক : একদিকে ছাত্রদের বিক্ষোভ, অন্যদিকে নার্সদের বিক্ষোভে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ। নতুন করে ছাত্র সংসদের নির্বাচন হোক, এই দাবিতে গতকাল রাত থেকে বিক্ষোভরত মেডিক্যালের ডাক্তারি পড়ুয়ারা। কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সহ সমস্ত বিভাগীয় প্রধানদের আটক রেখে চলছে আন্দোলন।

অন্যদিকে তাঁদের বিরুদ্ধে বিক্ষোভে বসেছে কলকাতা মেডিক্যালের নার্সিং স্টাফরা। তাঁদের দাবি, তাঁদের বিভাগীয় প্রধান অর্থাৎ নার্সিং সুপারকে ছেড়ে দেওয়া হোক।এই অবস্থায় নার্স এবং পড়ুয়াদের মধ্যে বাদানুবাদও হয় এক চোট।অন্যদিকে এই অচলাবস্থার মধ্যে রোগী পরিষেবা বিঘ্নিত হচ্ছে ব্যাপকভাবে, এমনই অভিযোগে মেডিকেলে কলেজের তালা ভেঙে ভিতরে ঢুকতে উদ্যত হন রোগীর বাড়ির লোক।

যদিও নার্সদের দাবি, তাঁরা বিক্ষোভে সামিল হলেও প্রতিটি বিভাগে একজন করে নার্স উপস্থিত রয়েছেন। প্রসঙ্গত, ২০১৬ সালের পর থেকে কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র সাংসদ নির্বাচন হয়নি। বারংবার মেডিক্যালের পড়ুয়ারা নির্বাচনের দাবি জানালেও কতৃপক্ষের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube