
নিউজটাইম ওয়েবডেস্ক : খেলার মাঠ ফিরে পেতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে আট থেকে আশি । দুর্গাপুর এর সিটি সেন্টার এর চতুরঙ্গ ময়দান সারা বছর ধরেই কখনো মেলা কখনও সাংস্কৃতিক অনুষ্ঠান আবার কখনো পুজোর স্থল হয়ে উঠেছে। এর ফলে দৈনন্দিন খেলাধুলা প্রায় হচ্ছে না বললেই চলে। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা এ নিয়ে মাঠের পরিচালক আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার কাছে বার বার দরবার করলেও কোন লাভ হয়নি বলে অভিযোগ।
অনুষ্ঠান শেষ হয়ে গেলেও কাঠামো খুলছে না, আর এর জেরে মাঠের মধ্যে বড় বড় গর্ত তৈরী হয়েছে। আবার সন্ধে নামলেই দুষ্কৃতীদের দখলে চলে যায় গোটা মাঠ। চতুরঙ্গ ময়দান এর এই দুরাবস্থা ঘোচাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে সামিল হলো খুদেরা। তাদের মতো করে খুদেরা মাঠ ফিরে পেতে আন্দোলনে সামিল হলো। চতুরঙ্গ মাঠে বড় বড় গর্তে শুধু খুদেরা নয় প্রবীণরাও দুর্ঘটনার মুখে পড়ছে, ভয়ে ঘরের সামনে মাঠ থাকা সত্ত্বেও যেতে হচ্ছে অন্য মাঠে, সেটাও অনেকটা দূরে। এদিন বিক্ষোভের পরে পরে মাঠে আসেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান কবি দত্ত।তার দাবি এই ধরনের আন্দোলন ঠিক নয়, মাঠটি খেলাধুলার সঙ্গে মেলা, অনুষ্ঠান, পূজো জন্যেও ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সমস্যা হয় অনুষ্ঠান শেষে মাঠ পরিষ্কার নিয়ে, সেই বিষয়টি খবর পেলেই তারা দেখেন । যদিও এ নিয়ে শাসক দলের বিরুদ্ধে মেলা অনুষ্ঠান এর মাধ্যমে কাটমানি খাওয়ার অভিযোগ তুলে এই বিক্ষোভে তিনিও সামিল হতে প্রস্তুত বলে জানিয়েছেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিজেপি নেতা লক্ষণ ঘরুই।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023