
নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও বোমার হদিস মিলল কুল্পির ছামনাবনীতে। গত রবিবার ২৪ টি তাজা বোমা উদ্ধারের পর সোমবার রাতে ছামনাবনি গ্রামের মাঠে খড়ের গাদাতে ২ টি ব্যাগ ভর্তি বোমার হদিস পায় কুল্পি থানার পুলিশ। এরপরেই ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে বোমার হদিস পাওয়া গেছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।পঞ্চায়েত নির্বাচনের আগে লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কুল্পির ছামনাবনি গ্রামে ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023