
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।
অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। তাঁকে অবশ্য বেশিরভাগ দর্শকই চেনেন ‘ঊষশী’ নামে। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের নিশীথ-ঊষশী জুটি প্রবল জনপ্রিয়তা পেয়েছিল। বিবাহিত হয়েও ঊষশীর, নিজেকে প্রতিষ্ঠা করার লড়াই এবং স্বামী নিশিথের প্রবল সমর্থন, এই ধারাবাহিককে জনপ্রিয়তার শীর্ষে নিয়েছিল। সেই ‘ঊষশী’, থুড়ি রুশা এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এই মাঘ মাসেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। এমনকি নিজের ১৩ বছরের অভিনয় জীবনকে সানন্দে বিদায় জানাতে পারেন, বলে গুঞ্জন। রুশার সঙ্গে এই টলি জগতেরই এক অভিনেতার সম্পর্ক তৈরি হয়েছিল একসময়। যদিও সেই সম্পর্ক পরবর্তীতে মুখ থুবড়ে পড়ে। এরপর পরিবারের দেখাশোনায় রুশার সঙ্গে আলাপ হয় ‘পাত্র’র। ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়েন। তাঁর সঙ্গেই আগামী ১৯ জানুয়ারি বিবাহজীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী। পাত্র কোলকাতার, অশোকনগরের। নাম অনুরণ রায়চৌধুরী, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবে কর্মসূত্রে থাকেন ওয়াশিংটনের, সিয়াটেলে। বিয়ের পর রুশাও পাড়ি দেবেন সেখানেই। তাই আপাতত অভিনয় জগত থেকে দূরে সরে যাচ্ছেন তিনি। যদিও কেরিয়ার নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি রুশা। অভিনেত্রীকে খুব বেশি কাজ করতে দেখা যায়নি টেলিভিশনের পর্দায়। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে তাঁকে প্রথম দেখা গিয়েছিল। এরপর ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল। শেষবার কাজ করেছেন ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে, গেস্ট অ্যাপিয়ারেন্সে। আপাতত হয়তো এখানেই ইতি টানছেন তিনি। কোনও গ্লানি না রেখেই জীবনের নতুন অধ্যায়ে উজাড় করে দিতে চাইছেন নিজেকে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023