
নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও হাসপাতালে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এইবার মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত। ব্রেইন স্ট্রোক হয়েছে তাঁর, শরীরের এক দিন অসাড় হয়ে গিয়েছে। বর্তমানে কোমায় রয়েছেন অভিনেত্রী। শুধুমাত্র বাঁ হাত এবং চোখ সামান্য নড়াচড়া করছে। ক্যানসার জয় করেও জীবন যেন বারবার পরীক্ষা নিচ্ছে ঐন্দ্রিলার। উৎসবের মাঝেই এমন খবরে মন খারাপ টলিপাড়ায়।
মিষ্টি ঐন্দ্রিলার জন্য প্রার্থনায় সহকর্মীরা। নেটিজেনদের মধ্যেও ঐন্দ্রিলার এই অসুস্থতা মন খারাপ নামিয়েছে। এমনকি ঐন্দ্রিলাকে যারা কাছ থেকে দেখেননি, ব্যক্তিগত যোগসূত্রও নেই তাঁরাও ঐন্দ্রিলাকে নিয়ে চিন্তিত। সদা হাস্যময়ী সাহসী মেয়েটা যাতে আবারও উঠে দাঁড়াতে পারে, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করছেন সকলে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023