আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ফিঞ্চের

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।

আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিলেন অ্যারন ফিঞ্চ। আগেই একদিনের ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন, এবার টি টোয়েন্টি থেকেও অবসর নিয়ে দেশের জার্সিকে আলবিদা জানালেন ফিঞ্চ। ২০১৫ সালে একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তাঁর নেতৃত্বেই ২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে অজিরা। ৩৬ বছরের ফিঞ্চের জাতীয় দলের সঙ্গে সম্পর্ক সীমাবদ্ধ ছিল টি টোয়েন্টিতেই। কিন্তু মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজি ব্যাটসম্যান।

২০১১ সালে টি টোয়েন্টিতে অভিষেক হয় ফিঞ্চের। টি টোয়েন্টি কেরিয়ারে ১০৩টি ম্যাচ খেলেছেন। মোট রান করেছেন ৩১২০। শতরান করেছেন ২টি, অর্ধশতরান ১৯টি। অধিনায়ক হিসাবে ২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। অবসর ঘোষণা করে সোশ্যাল সাইটে লিখেছেন, ‘২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারব না। এটাই সঠিক সময় আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় জানানোর । আমি নিজের পরিবার, সতীর্থ, ক্রিকেট অস্ট্রেলিয়ার সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।’ দেশের হয়ে খেলা ছাড়লেও ঘরোয়া টি টোয়েন্টি লিগে খেলবেন ফিঞ্চ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube