
নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার সকালে শীতের আমেজ কলকাতা জুড়ে। বেশ শীত অনুভব করছে রাজ্যবাসী। সোয়েটারে চাদরে গা ঢেকেছে, টুপিতে-মাফলারে ঢেকেছে কান।সব মিলিয়ে ডিসেম্বরের শুরুতে শীতের টের পাচ্ছেন সকলে। কিন্তু অন্যান্য বছর ডিসেম্বরে যেমন শীত অনুভূত হয়, এই বছর তা ব্যতিক্রম।আজকের আবহাওয়া আপডেট নিয়ে কী বললেন হাওয়া অফিস, জেনে নিন।
আবহাওয়া দপ্তর বলছে, জাকিয়ে শীত পড়তে এখনও দেরি। তবে চলতি সপ্তাহেই পারদ পতন হবে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ দিনভর আকাশ থাকবে পরিষ্কার। সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি। জেলার দিকে রাতে নামতে পারে ১৩ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি। বেলার দিকে বাড়তে পারে তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ। ঘণ্টায় ২কিমি বেগে বইবে উত্তুরে বাতাস।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023