
নিউজটাইম ওয়েবডেস্ক : ডিসেম্বরের শুরুতে বঙ্গের পারদ কখনও উর্ধ্বমুখী, কখনও আবার নিম্নমুখী। অনেক দিন ধরেই জাঁকিয়ে শীতের অপেক্ষায় বঙ্গবাসী, কিন্তু এখনও সেই শীত এখনও অনুভুত হয়নি।যদিও আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, শুক্রবার থেকে পারদ নামতে পারে। গতকাল রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। আজ সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু কমল।
আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় রাজ্যে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। বিশেষত পরিষ্কার আকাশ থাকবে আজ।দিনের বেলা হালকা গরমের অস্বস্তি থাকবে। রাতের দিকে শীতের আমেজ পাবে বাংলা।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023