ফের বুনো হাতির হানায় তছনছ জনজীবন

ফের বুনো হাতির হানা লোকালয়ে । বৃহস্পতিবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েত এলাকায় বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি বাড়ি। শুধু তাই নয়, বাড়ির দেওয়াল ভেঙ্গে মানুষের গায়ে উঠে যায় হাতিটি । সেই ঘটনায় আহত হয়েছেন এক মহিলা । তাঁর চিকিৎসা চলছে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে।

জানা গিয়েছে গভীর রাত ১২টা নাগাদ পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেড়িয়ে এসে সুলকাপাড়া গ্রামপঞ্চায়েত এলাকার খয়েরবাড়ি ভোক্তাধুরায় ঢুকে পড়ে। ঢুকেই প্রথমে ঝালো ভোক্তার বাড়ির দেওয়াল ভেঙ্গে দেয়। সেই সময় ৫৫ বছর বয়সীর ঝালো ভোক্তা নামে আহত মহিলা সহ তার পরিবার বেঘোরে ঘুমোচ্ছিলেন। দেওয়াল ভেঙ্গে খাটের মধ্যে পড়ে যায় হাতিটি । পরিবারের অন্য সদস্যরা ঝালো ভোক্তাকে টেনে বের করে নিয়ে আসেন । এমনকি তাকে সেই রাতেই সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেওয়া হয় ।

অন্যদিকে ওই হাতিটি দেবি তামাং ফারানসিস কিস্কু, বিনোদ উরাও এর বাড়িও ভেঙ্গে দেয়। জঙ্গলে ফিরে যাওয়ার পথে এক নং মসজিদ পাড়া এলাকায় মোতালেব আলির বাড়ি ভেঙ্গে দিয়ে গভীর রাত একটা নাগাদ ফের গরুমারা জঙ্গলে চলে যায় বুনো হাতিটি।

বুনো হাতি লকালয়ে ঢুকে জনজীবন নষ্ট করার ঘটনা নেহাত নতুন নয় । তবে বারবার কেন বুনো হাতি লোকালয়ে চলে আসছে? উঠছে নিরাপত্তার প্রশ্ন । তবে কী জঙ্গলের পরিমান কমতেই খাদ্যাভাবে বুনো প্রাণীরা বারংবার হানা দিচ্ছে লোকালয়ে?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube