
ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক মহিলার ঝুলন্ত দেহ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনাটি কাটোয়ার পালপাড়ায় ঘটেছে । সূত্রের খবর, নিহতের নাম সুমিত্রা পণ্ডিত । বছর ৩৩ এর সুমিত্রার বাড়ি পূর্বস্থলীর নিমদহ পঞ্চায়েতের ঘোষপাড়া গ্রামে।
শুক্রবার সকালে বাড়ির মালিক পিঙ্কি কোঁয়ার দেখেন ঘরে শিকল তোলা । মিলছে না কোন সাড়া শব্দ । জানলার ফাঁক দিয়ে দেখেন বিছানায় উপুর হয়ে মহিলা পড়ে আছেন। ডাকাডাকি করেও মহিলার কোন সাড়া না পেয়ে পাড়ার সকলকে ডাক দেন পিঙ্কি । পুলিশকে খবর দেওয়া হয় । কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে আসেন কাটোয়া থানার আই সি সহ পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস।
পুলিশের প্রাথমিক অনুমান গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মহিলাকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই মৃতার স্বামী সন্তু পণ্ডিত পলাতক। ঘর থেকে মহিলার প্যান কার্ড, একটি মোবাইল ফোন সহ কাপড়- জামার ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির মালিক গোপাল কোঁয়ার জানিয়েছেন, পালপাড়ার বাসিন্দা এক আত্মীয়ের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে সুমিত্রা পণ্ডিতকে স্ত্রী পরিচয় দিয়ে সন্তু পণ্ডিত তাদের টালির চালের এক কামরার ঘরভাড়া নেয়। নিহত সুমিত্রা পণ্ডিত আদৌ সন্তুর স্ত্রী কি না সেই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তার আত্মীয় আঙুর পণ্ডিতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
- ক্রেতা সেজে সোনার দোকানে ৮-১০ লক্ষ টাকার গয়না চুরি! - June 2, 2023
- অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর - May 26, 2023
- স্বস্তি পেলেন না অভিষেক, বাধা নেই সিবিআই জিজ্ঞাসাবাদে - May 26, 2023