
।। সন্দীপ সুর ।।
মেসির দল বদল নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে জল্পনা। মেজর লিগ সকার এবং সৌদির একটি ক্লাব টাকার থলি নিয়ে অপেক্ষা করছে আর্জেন্টাইন রাজপুত্রের জন্য, এমন খবরও উঠে এসেছিল। এলএমটেনের দলবদলের গুঞ্জন নিয়ে অবশেষে মুখলেন তার বাবা জর্জ মেসি। ছেলেকে নিয়ে চলা যাবতীয় জল্পনায় জল ঢাললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের পিতা। তবে পিএসজির সঙ্গে এখনও চুক্তি নবীকরণ করেননি এলএমটেন। তাই সিনিয়র মেসি যতই জল্পনাকে ফেক বলুন না কেন, আগামী মরসুমে পিএসজির জার্সিতে মেসির খেলা নিয়ে এখনও প্রশ্ন চিহ্ন আছে।
Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023