‌২১শে জুলাই এর প্রস্তুতিতে ‌যুব শক্তির কর্মসূচীর ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : “করোনা হোক বা ঘুর্ণীঝড় কোনোটাই বাংলাকে আটকাতে পারবে না” – বললেন তৃণমূল ‌যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ফেসবুক লাইভে ‌যুব শক্তির কর্মসূচী সম্পর্কে ঘোষণা করতে গিয়ে তিনি জানান, বাংলার প্রায় সাড়ে ৫ লক্ষ ‌যুবক ‌যুবতি এই কর্মসূচীতে ‌যোগ দিয়েছেন। ‌যুবশক্তির কা‌র্যক্রমের দ্বিতীয় প‌র্যায়ের ঘোষণা করার সময়ে তিনি বলেন, বাংলার সমস্ত প্রান্ত থেকে ‌যুব শক্তি ‌যোগ দিচ্ছে তৃণমূল ‌যুব শক্তির সঙ্গে।

করোনা আবহে ২১ শে জুলাই ধর্মতলার বদলে সমাবেশ হবে ভার্চুয়াল মাধ্যমে। এইদিনের কর্মসূচীতে ‌যাতে কোনোরকম ত্রূটি না থাকে তার জন্য ইতিমধ্যেই স্বক্রিয় সাংসদ তথা তৃণমূল ‌যুব কংগ্রেস সভাপতি অভিষেক ব্যানার্জী। এরই মধ্যে তিনি সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বাংলার ‌যুবশক্তি কর্মসূচীর ঘোষণা করেন। এর মূল উদ্দেশ্য রাজ্যব্যাপী একটি বড় সংখ্যার সদস্যদল গড়ে তোলা। মূলত ১৮ থেকে  ৩৫ বছর বয়েসি ‌যুবক ‌যুবতিরাই এই কর্মসূচীর জন্য নির্বাচিত হয়েছেন।

‌যুবশক্তির সদস্যদের কাজ সম্পর্কে আজ ফের মনে করিয়ে দেন অভিষেক। করোনা পরিস্থিতিতে জন পরিষেবা দেবে ‌যুবশক্তি। তিনি ১০টি পরিবারের শিক্ষা স্বাস্থ্য সহ আরও নানান পরিষেবার ভার নিতে হবে সদস্যদের। এছাড়াও কার কী পরিষেবা পেতে অসুবিধে হচ্ছে তার দিকেও নজর দেবেন তাঁরা। অসুবিধার কথা জানলে সংশ্লীষ্ট পঞ্চায়েত, বা পুরসভার সাথে ‌যোগা‌যোগ করবে সেই সদস্য। এমনকি করোনা আবহে পরিবারগুলিকে নিত্য প্রয়োজনীয় জিনিসও এনে দেবে ‌যুব শক্তির সদস্যরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube