
নিউজটাইম ওয়েবডেস্ক : একটা সময় ব্রাজিলের ধারেকাছেও ছিল না। সেখান থেকে সোমবার দক্ষিণ আমেরিকার দেশকে টপকে বিশ্বের সর্বাধিক করোনাভাইরাস আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২০৪,৬১৪। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯০,৮০২ জন নয়া সংক্রমিতের হদিশ মিলেছে। অর্থাৎ পরপর দু’দিন দেশে নয়া আক্রান্তের সংখ্যা ৯০,০০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। আর তার জেরে বিশ্বের সর্বাধিক করোনা আক্রান্ত দেশের তালিকায় ব্রাজিলকে ছাপিয়ে দু’নম্বরে উঠে এসেছে ভারত। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটিতে করোনার কবলে পড়েছেন ৪,১৩৭,৫২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সেখানে ১৪,৫২১ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। যা ভারতের প্রায় সাড়ে চার গুণ কম। শুধু সোমবার নয়, গত কয়েকদিন ধরেই সেই প্রবণতা দেখা যাচ্ছে। গত শুক্রবার ভারতের তুলনায় ব্রাজিলের মোট আক্রান্তের সংখ্যা ৬৯,০০০-এর মতো বেশি ছিল। ৪৮ ঘণ্টার ব্যবধানে ব্রাজিলের নিরিখে ভারতের আক্রান্তের সংখ্যা ৬৭,৯০৩ বেশি হয়ে গিয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022