
নিউজটাইম ওয়েবডেস্ক : ৮০-র পর একলাফে ৯০। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নিত্যদিনই নতুন রেকর্ড সৃষ্টি করছে। গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৬৩২ জন। যা এথনও পর্যন্ত বিশ্বের মধ্যে সর্বাধিক। সবমিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪১ লাখ ১৩ হাজার ৮১১। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের সঙ্গে ব্যাবধান মাত্র ১০ হাজারের থেকে কিছু বেশি।
অন্যদিকে দেশে মোট মৃতের সংখ্যা পেরিয়েছে ৭০ হাজারের ঘর। গত শনিবার রাত ১২টা পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৬৮ জনের। যার ফলে মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৭০ হাজার ৬৪২। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘন্টা ৭৩ হাজার ৬৪২ জন করোনাকে জয় করেছে। যার ফলে দেশে মোট রিকভারের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ লক্ষ ৮০ হাজার ৮৬৫। এদিকে অ্যাকটিভ কেসের সংখ্যা গত ২৪ ঘন্টায় বেড়ে হয়েছে ১৫ হাজার ৯২৫। রাজ্যস্তরে মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা একলাফে ২০ হাজারের ঘরে পৌঁছেছে। গতকাল রাত ১২টা পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮০০ জন, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮ লক্ষ ৮৩ হাজার ৮৬২। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ৩১২ জনকে নিয়ে মৃতের সংখ্যা পৌঁছাল ২৬ হাজার ২৭৬-এ। গত একদিনে আক্রান্তের সংখ্যার নিরিখে মারাঠাভূমের পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশের নাম। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ৩৩১ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৮২৫ জন আক্রান্ত হয়েছেন কোভিডে। মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় ৭১ জনকে নিয়ে বেড়ে হয়েছে ৪,৩৪৭ জনের। দৈনক আক্রান্তের নিরিথে তিন নম্বরে রয়েছে কর্নাটকের নাম। গত ২৪ ঘন্টায় দক্ষিণে এই রাজ্যে আক্রান্তের হয়েছেন প্রায় ৯ হাজার ৭৪৬ জন, যার ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ২৩২। মৃত্যু হয়েছে প্রায় ৬ হাজার ২৯৮ জনের, যার মধ্যে ১২৮ জন করোনার বলি হয়েছেন গত একদিনে। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে কর্ণাটকেরর পরেই রয়েছে তামিলনাড়ুর নাম। গত ২৪ ঘন্টায় ৫,৮৭০ জনকে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৬৯৭। গত একদিনে এই রাজ্যে করোনার বলি হয়েছে ৬১ জন। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৭৪৮ জনের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022