৯১ লক্ষ পরিযায়ীকে ঘরে ফেরানো হয়েছে, জানালো কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের  সংক্রমণ রুখতে যে লকডাউন জারি করা হয়েছে তাতে সারা দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েন অসংখ্য পরিযায়ী শ্রমিক। এই অবস্থায় তাঁদের নিজেদের রাজ্যে ফেরাতে ১ মে থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। “শ্রমিক স্পেশাল” ট্রেনের মাধ্যমে ওই দিন থেকে এখনও পর্যন্ত মোট ৯১ লক্ষ পরিযায়ীকে তাঁদের ঘরে ফেরানো হয়েছে, সুপ্রিম কোর্টে পরিসংখ্যান তুলে ধরে দাবি করল কেন্দ্র। সরকার আদালতকে আরও বলেছে, “একজন মাত্র পরিযায়ী শ্রমিকও অন্য রাজ্যে আটকে থাকা পর্যন্ত তাঁদের ঘরে ফেরাতে ট্রেন চালাবে, কিছুতেই ট্রেন চলাচল বন্ধ করা হবে না”। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখে মঙ্গলবারই স্বতঃপ্রণোদিত হয়ে তাঁদের বিষয়ে জানতে আগ্রহী হয় দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্র ও রাজ্যের সরকারগুলো পরিযায়ী শ্রমিকদের দুর্দশা ঘোঁচাতে কী ব্যবস্থা করেছে সেবিষয়ে জবাব তলব করে সুপ্রিম কোর্ট। সেই নোটিসের প্রেক্ষিতেই বৃহস্পতিবার আদালতে ওই তথ্য দেয় কেন্দ্র।

সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি সঞ্জয় কিষান কৌল ও বিচারপতি এমআর শাহের একটি বেঞ্চ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই বিষয়ে বৃহস্পতিবার শুনানি করে। সলিসিটার জেনারেল তুষার মেহতা কেন্দ্রের পক্ষে আদালতে হাজির হয়ে ওই পরিসংখ্যান তুলে ধরেন।

বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে মামলার শুনানিতে কেন্দ্রের প্রতিনিধিত্ব করা সলিসিটার জেনারেল তুষার মেহতা ৩ বিচারপতির কমপক্ষে ৫০ টি প্রশ্নের মুখোমুখি হন। পরিযায়ীদের খাবার, জিনিসপত্র, আশ্রয় এবং পরিবহণ সংক্রান্ত নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube