৯০ শতাংশ দুর্নীতি কমিয়ে দিয়েছি: মমতা

নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে ৯০ শতাংশ দুর্নীতি দূর করে দিয়েছেন তিনি। বুধবার কলকাতায় পথ নিরাপত্তা সংক্রান্ত একটি সভায় এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে দুর্নীতি সিপিএমের দাম। তৃণমূল জমানাতেও সেই অভ্যাস অনেকের যায়নি। তবে পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ করছে। এদিন শাসকদলের দুর্নীতি প্রকাশ্যে আনায় সংবাধ্যমের একাংশের নাম ধরে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বলেন, ‘একটা-দু’টো ছোট ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে কোনও কোনও রাজনৈতিক দল। সিপিএমের আমলে ১০০ শতাংশ চুরি করত পঞ্চায়েতে। আমরা তো এখন ১০০ শতাংশ না-পারি, একবারে সব চোর উৎখাত করা সম্ভব নয়। ৯০ শতাংশ কমিয়ে দিয়েছি। কারণ আমি আমার পার্টিকেও ছেড়ে কথা বলি না। মানুষের টাকা যেন কেউ না-নেয় এটা আমাদের নির্দেশ।‘ 

মুখ্যমন্ত্রী স্বীকার করে নেন, ‘৭ – ৮ শতাংশ কোথাও আছে। সেটা চেষ্টা হচ্ছে। পুলিশ এফআইআর করছে। পুলিশ অ্যারেস্ট করছে। তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। সেটাও আস্তে আস্তে কমে যাবে। অন্য রাজ্যে দেখুন ৯০ শতাংশ দুর্নীতি।‘ 

মমতার প্রশ্ন, ‘একদিনে কি আর সবার অভ্যাস বদলায়? এই ব্যবস্থা সিপিএম তৈরি করেছে ৩৪ বছর ধরে। ওদের এই ব্যবস্থা এখনো নীচুতলায়, সরকারি দফতরেও চালু রয়েছে। এটাকে সামলাতে এখনো আমাকে দিনরাত লড়াই করতে হয়।‘

আমফানের ত্রাণ নিয়ে রাজ্যের একাধিক জেলায় শাসকদলের নেতাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। যেজন্য দুর্নীতি করে নেওয়া ত্রাণের টাকা ফেরত দিতে বলেছে সরকার। অনেকে সেই টাকা ফেরতও দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, একমাত্র তৃণমূলেরই ক্ষমতা রয়েছে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube