
নিউজটাইম ওয়েবডেস্ক : সাত লাখ থেকে আট লাখে পৌঁছাতে সময় লেগেছিল চার দিন। সেখান থেকে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ন’লাখে পৌঁছাতে সময় লাগল তিন দিন। একইসঙ্গে মৃতের সংখ্যা ২৪,০০০ ছুঁতে চলল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৬,৭৫২। সেই নিরিখে গত তিন দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫,৮৩৬ জন। আর গত ১৪ দিনে সেই সংখ্যাটা প্রায় ৩.২১ লাখ। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮,৪৯৮ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০,০০০-এর গণ্ডি না ছুঁলেও গত কয়েকদিনে সেই সংখ্যাটা ২৫,০০০-এর বেশি থাকছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্য়েই মৃতের সংখ্যাও ক্রমশ উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫৩ জনের মৃত্যু হয়েছে। তার ফলে গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়ার পর এখনও ২৩,৭২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে টানা চারদিন দেশে করোনায় মৃতের সংখ্যা ৫০০-র গণ্ডি ছাড়িয়েছে। আর মঙ্গলবারের পরিসংখ্যান ধরে দেশে টানা ১০ দিন করোনায় মৃতের সংখ্যা ৪০০-র গণ্ডি পার করেছে। তারইমধ্যে দেশে করোনা সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭১,৪৫৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭,৯৮৯ জন। ফলে দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩,০২ শতাংশ। এখনও করোনা রয়েছেন ৩১১,৫৬৫ জনের শরীরে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022