‘৮৩’র লুকে হিট রণ-দীপ কেমিস্ট্রি

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের শিরোনামের উঠে এলো রণবীর দীপিকা জুটি। আজই রণবীর নিজের ইনস্টা পেজে শেয়ার করলেন ‘৮৩’-তে কপিল দেব ও তাঁর স্ত্রী রোমি দেবের ভূমিকায় তাঁদের লুক। ইতিমধ্যেই সেই ছবি নেটদুনিয়ায় প্রশংসা কুড়াচ্ছে।  ভক্তদের মধ্যে এই ছবিকে ঘিরে উত্তেজনা শুরু হয়ে গেছে।

ছবিতে ভারতীয় দলের ব্লেজারে কপিল দেব ওরফে রণবীর। দীপিকার পরনে কালো টারটেল নেক টি-শার্ট আর খাঁকি রঙের স্কার্ট। দু’জনে দু’জনের দিকে তাকিয়ে রয়েছেন প্রেমের দৃষ্টিতে। দৃষ্টিতে প্রেম। প্রিয় জুটির এই ছবি দেখে অনুগামীরা আবেগে আপ্লুত।

৮৩’র ইতিহাস। ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ছিনিয়ে নেয়। এবং তা ছিল কপিল দেবের অধিনায়কত্বে। সেই ঐতিহাসিক ঘটনা কে কেন্দ্র করেই আসতে চলেছে বলিউড ছবি “৮৩”।

২০১৩ সালে ‘গালিও কি রাসলীলা রামলীলা’-র সেটে বন্ধুত্ব, প্রেম। তার পর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন রণবীর-দীপিকা জুটি। ২০১৮ তে গাঁটছড়া বাঁধলেন তাঁরা। বিয়ের পর ‘৮৩’ ছবিতেই প্রথম স্ক্রিন শেয়ার করবেন এই দম্পতি।

তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি প্রতি বারের মতো এ বারেও ভক্তদের মনে দাগ কাটবে এই বিষয় আশাবাদী ‘৮৩’-র পরিচালক কবীর খান থেকে অভিনেতা মহল সকলেই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube