৮২ বছরে এই প্রথমবার, লকডাউনের বাজারে রেকর্ড ব্যবসা পার্লে-জি’র

নিউজটাইম ওয়েবডেস্ক : কথায় আছেনা, ‘কারও পোষ মাস তো কারও সর্বনাশ’। লকডাউনের মধ্যে সেই প্রবাদকে আরও একবার প্রমান করে দিল পার্লে-জি। ১৯৩৮ সালে পথ চলা শুরু। এই পার্লে-জি বিস্কুট একবার হলেও কেউ চেখে দেখেনি সেরকম মানুষ পাওয়া হয়তো বেশ মুশকিল। কম খরচে, খিদে মেটাতে এই বিস্কুটের জুড়ি মেলা ভার। আর সেই মর্মে করোনা আবহের মধ্য়ে রেকর্ড আয় করল এইি সংস্থা। 

মারণ ভাইরাসের জেরে গত কয়েকমাস ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে লকডাউন। যার প্রভাব পড়েছে বিশ্বের অর্থনীতিতে। মন্দার মুখ দেখেছে আইটি সেক্টর থেকে শুরু করে অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি থেকে ক্যাব পরিষেবা, , সংবাদমাধ্যম-সহ একাধিক সংস্থা। বেতনের পাশাপাশি হয়েছে কর্মীছাঁটাইও। তবে সেই তালিকা থেকে একেবারে বাদ পড়ে এমন সংকটের মধ্যেও রেকর্ড অঙ্কের ব্যবসা করেছে পার্লে। গত ৮২ বছরে ৩ মাসের ব্যবধানে যে আয় সম্ভব হয়নি, তাই এবার লকডাউনের মধ্যে করে দেখালো এই সংস্থা।

এই তিন মাসে ঠিক কতো পরিমাণ আয় হয়েছে এই সংস্থার, সেবিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি সংস্থার তরফে। তবে বলা হয়েছে, গত মার্চ, এপ্রিল ও মে মাসে তাদের যা অভিজ্ঞতা হয়েছে, তা গত আট দশকে হয়নি। এবিষয়ে পার্লে প্রোডাক্টের বিভাগীয় প্রধান ময়ঙ্ক শাহ বলেন, “আমরা প্রায় ৫ শতাংশ (সব প্রোডাক্ট মিলিয়ে) মার্কেট শেয়ার বাড়িয়েছি। আর তার মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ বৃদ্ধি হয়েছে পার্লে-জির বিক্রি থেকে। যা সত্যিই অভাবনীয়।” 

কিন্তু যেখানে দেশ এমন আর্থিক সংকটের মুখে, সেখানে কীভাবে এত মুনাফা সম্ভব হল? সেবিষয়ে সংস্থার তরফে জানা গিয়েছে, লকডাউনের বাজারে সমস্ত সামগ্রী মজুত করে রাখার জেরে বাজারে সমস্ত পণ্যের চাহিদায় বেড়ে যায়। এই পরিস্থিতিতে কেউই খুব একটা ব্যান্ড নিয়ে ভাবেনি। হাতের কাছে যেটা পেয়েছে সেটাই কিনেছে। আর সেই সুযোগই কাজে লাগিয়েছে পার্লে কোম্পানি। মহামারীর আবহে তারা গ্রামীণ এলাকা থেকে শুরু করে সর্বত্রই বিস্কুট সাপ্লাই সচল রাখে। তাঁদের গোটা দেশের মোট ১৩০ টি কোম্পানির মধ্যে ১২০টি খোা ছিল লকডাউনের মধ্যেও। আর ঠিক সেকারনেই এই নতুন রেকর্ড গড়তে তারা সমর্থ হয়েছে।

এদিন ময়ঙ্ক আরও বলেন, “এটা সাধারণ মানুষের বিস্কুট। যারা পাউরুটি কিনতে পারেনি, তারা পার্লে-জি কিনে খিদে মিটিয়েছে। অনেকের কাছেই খাবার বলতে ঝোলায় শুধু পার্লে-জিই ছিল।” 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube