৮ই জুন থেকে খুলছে তিরুপতী মন্দির, জানাল মন্দির কর্তৃপক্ষ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনায় আতঙ্কিত গোটা বিশ্ব, তবে তার মধ্যেও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে সকলেই। ইতিমধ্যেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির তরফ থেকে জানানো হয়েছে আগামী ৮ই জুন থেকে প্রায় সমস্ত কর্মক্ষেত্রেই শুরু হবে কাজ। তা হবে সমস্ত নির্দেশিকা মেনেই।

কাজ শুরুর সাথে সাথেই আরও এক‌টি নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার, আগামী ৮ই জুন থেকেই খুলে ‌যাবে সমস্ত ধর্মীয় স্থান। সেই বিধি মেনেই আগামী ৮ তারিখ অর্থাৎ সোমবার খুলবে তিরুপতী মন্দির। ১১ই জুন থেকে স্থানীয় ভক্তরা প্রবেশ করতে পারবেন তিরুপতী বালাজী মন্দিরে। এমনটাই জানানো হয়েছে মন্দিরের তরফ থেকে।

আনলক ওয়ান শুরুর সময় থেকেই দেশের বিভিন্ন প্রান্তের মন্দির গুলি খোলা শুরু হয়েছে। তবে সমস্ত সরকারি বিধি নিষেধ মেনে তবেই ভক্তদের ঢিকতে দেওয়া হবে মন্দিরে। তবে প্রথম তিন দিন শুধুমাত্র মন্দিরের কর্মীরাই ভেতরে ঢুকতে পারবে।

প্রথমে মন্দির চত্বর পরিস্কার ও স্যানিটাইজ করা হবে বলে জানানো হয় বিস্বের সবথেকে বিত্তশালী মন্দিরের কতৃপক্ষের তরফ থেকে। তারপর মন্দিরে ভক্তদের প্রবেশের প্রক্রিয়া শুরু হবে। তবে আগের তুলনায় অনেক কম সংখ্যক ভক্তকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube