
।। সন্দীপ সুর ।।
অ্যাসেজের পর ধ্রুপদী টেস্টে সব থেকে হাইভোল্টেজ সিরিজের নাম বর্ডার গাভাস্কার ট্রফি। দুয়ারে আরও একটা ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। লাল বলে দুই দেশের ক্রিকেট মহারন এবার ৭৫ বছরে পা দিল। ১৯৪৮ সালে মেলবোর্নে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দেশ। এমসিজিতে ডনের দলের কাছে হেরেছিল ভারত। সময় বদলেছে, লাল বলের সঙ্গে যুক্ত হয়েছে গোলাপী বলের ম্যাচও।
টিটোয়েন্টির ধামাকার যুগেও দুই দেশের সাদা জার্সির ম্যাচের মাহাত্ম্য এখনও অমিলন। গত কয়েক দশকে বর্ডার গাভাস্কার ট্রফি টেস্টের অন্যতম সেরা বিজ্ঞাপণ। শুক্রবার থেকে নাগপুরে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ। মাইলস্টোন এই সিরিজটিকে স্মরনীয় করে রাখতে এখনও কোনও উদ্যেগ নেয়নি ভারত বা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। বিজ্ঞাপনী জৌলুস, সোশ্যাল মিডিয়ার হাইপের মাঝে ব্রাত্য হয়ে যাচ্ছে ঐতিহ্যই ।
Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023