
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লিতে ইডির সদর দফতরে রয়েছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় দুর্নীতির অভিযোগে তাঁকে জেরা করতে নিয়ে যাওয়া হয়েছে রাজধানী শহরে। সেখানে ২৪ ঘন্টা পর পর হচ্ছে তাঁর স্বাস্থ্য পরীক্ষা।বাকি সময় ম্যারাথন জেরা করা হচ্ছে কেষ্টকে।৬ সদস্যের ইডি অফিসারের একটি দল তৈরি করা হচ্ছে।
জেরায় কেষ্ট সাফ জানান, তিনি মেঠো রাজনীতি করেছেন বাংলার মানুষের স্বার্থে। তাই যা বলার বাংলা ভাষাতেই বলবেন।ফলে দুজন স্থানীয় আধিকারিক প্রশ্ন করছেন অনুব্রতকে। এরই মধ্যে ইডির হাতে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। ৬ দিনে সাড়ে ৬ কোটি টাকার সম্পত্তি কিনেছেন কেষ্ট, এমনটাই বলছে খতিয়ান। অন্যদিকে অনুব্রত মণ্ডল জেরায় অধিকাংশ প্রশ্নই এড়িয়ে যাচ্ছেন বলে সূত্রের খবর। অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্নের উত্তরে কেষ্ট বলছেন ‘জানি না’। ইডিকে প্রমাণ করার চেষ্টা করছেন, তিনি নির্দোষ। অন্যদিকে আজও আবার জেরা করা হবে অনুব্রতকে।তদন্ত কোনদিকে মোড় নেয়, সেইটাই দেখার।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023