৬০০ বছর পুরনো কৃষ্ণ মূর্তি এবার মিউজিয়ামে

বসিরহাট থানায় থেকে ২০১৩ সালে অর্থাৎ ১০ বছর আগে কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি টি উদ্ধার হয়েছিল এবং একজন কেউ গ্রেফতার করেছিল এবং সিজার প্রপার্টি হিসেবে বসিরহাট থানার মালখানায় রাখা ছিল । মহামান্য কোর্টের নির্দেশ নিয়ে মহাপরিপালক ও ন্যাশনাল পশ্চিমবঙ্গ সংস্থা থেকে আজ ২৪ কেজি ওজনের ও ২৪ ইঞ্চি হাইট এর কষ্টি পাথরের কৃষ্ণ মূর্তিটি নিয়ে যান।

এডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি অফ ওয়েস্ট বেঙ্গল ।( মহা পরিপালক ও ন্যাশনাল পশ্চিমবঙ্গ) তরফ থেকে বিপ্লব রায় বলেন ৫০০ থেকে ৬০০ বছর আগের এই কৃষ্ণ মূর্তিটি । কোর্টের ওর্ডারে মূর্তিটি কাস্টেরি নিয়ে জুডিশিয়াল মিউজিয়াম এন্ড রিচার্জ সেন্টার মহামান্য কলকাতা হাইকোর্টে তৈরি হতে চলেছে সেখানে গবেষণা এবং প্রদর্শনের জন্য রাখা হবে । মূর্তিটি প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ শতাব্দীর আগেকার ভগবান শ্রীকৃষ্ণের এই মূর্তিটি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube