
বসিরহাট থানায় থেকে ২০১৩ সালে অর্থাৎ ১০ বছর আগে কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি টি উদ্ধার হয়েছিল এবং একজন কেউ গ্রেফতার করেছিল এবং সিজার প্রপার্টি হিসেবে বসিরহাট থানার মালখানায় রাখা ছিল । মহামান্য কোর্টের নির্দেশ নিয়ে মহাপরিপালক ও ন্যাশনাল পশ্চিমবঙ্গ সংস্থা থেকে আজ ২৪ কেজি ওজনের ও ২৪ ইঞ্চি হাইট এর কষ্টি পাথরের কৃষ্ণ মূর্তিটি নিয়ে যান।
এডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি অফ ওয়েস্ট বেঙ্গল ।( মহা পরিপালক ও ন্যাশনাল পশ্চিমবঙ্গ) তরফ থেকে বিপ্লব রায় বলেন ৫০০ থেকে ৬০০ বছর আগের এই কৃষ্ণ মূর্তিটি । কোর্টের ওর্ডারে মূর্তিটি কাস্টেরি নিয়ে জুডিশিয়াল মিউজিয়াম এন্ড রিচার্জ সেন্টার মহামান্য কলকাতা হাইকোর্টে তৈরি হতে চলেছে সেখানে গবেষণা এবং প্রদর্শনের জন্য রাখা হবে । মূর্তিটি প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ শতাব্দীর আগেকার ভগবান শ্রীকৃষ্ণের এই মূর্তিটি ।
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023